সন্তোষ মোদক, উত্তর দিনাজপুরঃ রাস্তায় জল জমে থাকার সমস্যা নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার গোন্ডাল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই রাস্তাটির প্রায় ১০০ মিটার রাস্তার মধ্যে অল্প বৃষ্টি হলেই জল জমে থাকে এবং সেই জল জমে থাকার ফলে সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে। বারংবার গ্রাম পঞ্চায়েতকে বলা সত্যেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসিদের। ফলে ক্ষুব্ধ হয়ে গ্রাম বাসিরা সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে। রাস্তা অবরোধ জেরে যান চলাচল ব্যাহত হয়ে পরে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ এবং পুলিশি আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। রাস্তার মধ্যে আটকে থাকা জল পুলিশ প্রশাসনের তরফ থেকে বের করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানাগেছে।
Social