চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ

Burdwan Today
1 Min Read


 নিখিল কর্মকার, নদীয়াঃ
অক্সিজেন নেই হাসপাতালে চোখের সামনে ঘটতে পারে রোগীর মৃত্যু তাই অক্সিজেনের দাবি নিয়ে অবস্থান-বিক্ষোভ জুনিয়ার চিকিৎসকদের। ঘটনাটি নদীয়ার কল্যাণীর জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। হাসপাতালে নেই অক্সিজেন। ফলে রোগীর পরিবাররা জুনিয়ার ডাক্তারদের হেনস্থা করে বলে অভিযোগ। অক্সিজেন না থাকার কারণে রোগীর মৃত্যু ও তাদের পরিবারদের কাছে হেনস্থা হওয়ার সম্ভাবনার কারণে জুনিয়ার ডাক্তারা অক্সিজেনের দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালে। তারা সুপারের কাছে অক্সিজেনের দাবি নিয়ে গেলে সুপার তিনি তার চেয়ার ছেড়ে পালিয়ে যান বলে তাদের দাবি। তারপর থেকে হাসপাতালে সুপার অভিজিৎ মুখোপাধ্যায় সঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। হাসপাতালে এখনো পর্যন্ত অক্সিজেনের অভাব রয়েছে। এই মুহূর্তে গভীর সংকট দেখা দিয়েছে অক্সিজেন। তার মধ্যে হাসপাতাল দায়িত্ব ছেড়ে পালিয়ে যান হাসপাতাল সুপার। চোখের সামনে অক্সিজেনের অভাবে কোভিড রোগীদের মৃত্যু হবে এটা তারা সামনে দাঁড়িয়ে চোখে দেখতে পারবেন না। তাই হাসপাতলে অক্সিজেনের দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছে তারা ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *