টুডে নিউজ সার্ভিস, ব্যারাকপুরঃ গতকাল গভীর রাতে সোদপুর ঘোলার মুরাগাছা এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে ঘোলা থানার পুলিশ গ্রেফতার করেছে বিজেপি জেলা যুব মোর্চার সহ-সভাপতি জয় সাহা-কে। সকালে তাকে ব্যারাকপুর কোর্টে পাঠানো হয়। থানা থেকে বেরিয়ে কোর্টে যাওয়ার পথে তিনি অভিযোগ করেন তাকে ফাঁসানো হয়েছে এবং তার অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। এ বিষয়ে পূর্ব পানিহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট চক্রবর্তী সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, জয় সাহার নামে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা থেকে শুরু করে নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ ঘোলা থানায় জমা পড়েছে তাই ঘোলা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই। পাশাপাশি বিজেপির কলকাতা উত্তর শহরতলী জেলার সভাপতি কিশোর কর দাবি করেন, নির্বাচনের পর থেকে বিজেপির কর্মী-সমর্থকেরা তারা ঘর ছাড়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিথ্যা অভিযোগ দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর কাজ চলছে, জয় সাহা যেহেতু নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেছে সেই কারণে তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ দিয়ে তাঁকে গ্রেফতার করিয়েছে, জয় সাহার গ্রেফতারের ঘটনায় স্বভাবতই পানিহাটি এলাকার রাজনীতি যথেষ্টই উত্তপ্ত ।
Social