সন্তোষ মোদক, উত্তর দিনাজপুরঃ বাড়িতে রান্না করতে করতে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে সিলিন্ডার ফেটে একই পাড়ার প্রায় ১৫টি বাড়িতে আগুন ধরার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই অঞ্চলের দক্ষিণ বিষ্টুপুর গ্রামে। আগুন লাগার খবর ছড়িয়ে পরতেই গ্রামের সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব কটি বাড়ির সবস্ব পুড়ে যায়। সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সহ বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা ইব্রাহিম আলি বাড়িতে গ্যাসে রান্না করার সময় হঠাৎ সিলিন্ডারে আগুন ধরে সিলিন্ডার ফেটে আসে পাশের সফিকুল ইসলাম, সামায়ুন আলি, নজির হোসেন, রহিমা বিবি সহ অন্যান্য ব্যাক্তিদের বাড়িতে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পরে। এলাকার সাধারণ মানুষ পাম্পের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও পরে দমকলের ইঞ্জিন গেলেও সব কটা বাড়িতে থাকা সব কিছু পুড়ে যায়। এমনকি বেশ কিছু গবাদি পশুর মৃত্যুতে সবমিলিয়ে প্রায় ২০-২৫ লক্ষ টাকার ক্ষতির মুখে পরেছে এই পরিবার গুলো। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙ্গে পরে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
বর্তমানে সকল পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় ইটাহার থানার পুলিশ। পরে ঘটনার খবর পেয়ে ইটাহারের তৃণমূলের বিধায়ক মোশাররফ হোসেনের প্রতিনিধি হিসেবে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মোজাফফর হোসেন, তৃণমূল নেতৃত্ব আজহারুল ইসলাম, আনেসুর রহমান, বদিউর রহমান সহ অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও গ্রাম অঞ্চল প্রধান লক্ষ্মী রবিদাস সহ অন্যান্যরা। তারা সেই খতি গ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি বিধায়ক এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে প্রাথমিক ভাবে ত্রিপল, খাদ্য সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়। পাশাপাশি মারনাই পঞ্চায়েত দফতর থেকেও ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়।
Social