নিখিল কর্মকার, নদীয়াঃ গৃহস্থ বাড়ির রান্নাঘরে এক বিষাক্ত চন্দ্রবোড়া আতঙ্কে পরিবার। শুক্রবার রাত্রিকালীন শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের সারাগর এলাকার একটি গৃহস্থবাড়ির রান্নাঘরে ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ টিকে লক্ষ্য করে বাড়ির লোকজন। এরপর আতঙ্ক ছড়ায় গোটা পরিবার জুড়ে তড়িঘড়ি ফোন করা হয় বনদপ্তরে। শুক্রবার রাত্রি বনদপ্তর এর নির্দেশে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে পৌঁছায় এবং বস্তাবন্দী করে ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ টিকে উদ্ধার করে। অনুপম সাহা জানান, ভারী বৃষ্টিপাতের পরে স্বাভাবিকভাবেই গর্তে জল জমার কারনে সাপ বাইরে বেরিয়ে শুকনো জায়গায় অথবা ঝোপঝাড়ে ঢুকে পড়ে সে মতোই এই গৃহস্থবাড়ির রান্নাঘরে সাপটি ঢুকে পড়ে। এতে আতঙ্কের কিছু নেই আমরা সাপটি উদ্ধার করেছি এবার বনদপ্তরের হাতে তুলে দেবো।