দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ গত ১৬ নভেম্বর সারা রাজ্যের মতোই খুলে গেছে বাঁকুড়া জেলার সোনামুখীর স্কুল গুলি। পুরোদমে শুরু হয়ে গেছে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে নিয়মিত ক্লাস। খুশি ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ।
দীর্ঘ কুড়ি মাস স্কুল বন্ধ থাকার পরে কি রকম চলছে স্কুল আর ছাত্র-ছাত্রীদের উপস্থিতির সংখ্যা এবং অন্যান্য কোন সমস্যা আছে কিনা এই সমস্ত সরজমিনে খতিয়ে দেখার জন্য আচমকাই সোনামুখী বি.জে হাই স্কুল পরিদর্শনে এলেন মহকুমা বিদ্যালয় পরিদর্শক। সাংবাদিকের ক্যামেরার সামনে তিনি বলেন দীর্ঘ কুড়ি মাস পর স্কুল খুলেছে, বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা স্কুলের ক্লাস করা নিয়ে কতটা আগ্রহী, উপস্থিতি কি রকম এবং পরিকাঠামোগত সমস্যা সহ অন্যান্য কোনো সমস্যা আছে কিনা নিজের চোখে দেখার জন্য আজ বি.জে হাইস্কুল সহ আরও কয়েকটি স্কুল পরিদর্শন করেছি, সব দেখেশুনে ভালোই লাগছে তার কারণ স্কুলে আসার জন্য ছাত্রছাত্রীরা যথেষ্ট আগ্রহী এবং স্কুল খোলাতে তারা খুশিও।
এ ব্যাপারে বি.জে হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা বলে, শুধুমাত্র অনলাইনে পড়াশোনা যতটা ভালো হতো তার থেকে স্যারদের সান্নিধ্যে সকলের সাথে ক্লাস করতে আরও ভালো লাগছে। তাছাড়া অনলাইনে যেটা বোঝা যেত না সেটা খুব সহজেই স্যারেরা বুঝিয়ে দিচ্ছেন সামনা সামনি। অতএব, স্কুল খোলাতে পড়াশোনার সেই আগের পরিবেশ আবার ফিরে আসছে তা সকলের কথাবার্তা এবং উৎসাহ দেখেই বোঝা যায়।