সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ আসানসোলের বিভিন্ন কলেজ চলছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষার আগেই কলেজের মেনগেট গুলিতে ছাত্র-ছাত্রীদের ভিড়। সকাল ১১ টা থেকে পরীক্ষা কেন্দ্রে শুরু হয়েছে পরীক্ষা।
তবে এবারে করোনা পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মাস্ক, স্যানিটাইজার এবং প্রতিটি ছাত্র ছাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ হচ্ছে। ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য নিজেদের পেনও পর্যন্ত পরীক্ষা হলে নিয়ে যেতে পারবেন না তাদের নতুন পেনও দেওয়া হবে। আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজ, আসানসোল গার্লস কলেজ, বিসি কলেজ, বি বি কলেজ সহ বেশ কয়েকটি জায়গায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হয়েছে।
Social