দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ মানব শরীরের সবথেকে আকর্ষনীয় অঙ্গ হল চোখ। চোখ দিয়ে মানুষ পৃথিবীর সুন্দরতম জিনিস কে দেখে এবং উপলব্ধি করে। চোখ কত বড় গুরুত্বপূর্ণ অঙ্গ তা একমাত্র অন্ধ ব্যক্তিরাই উপলব্ধি করতে পারে। তাই শুক্রবার কোতুলপুর জনকল্যাণ স্বেচ্ছাসেবী সমিতির পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
যে সমস্ত মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে তারা উপযুক্ত চোখের চিকিৎসা করাতে পারে না। ফলে তাদের দৃষ্টিশক্তি অকালে হারিয়ে যায়। সেই সব মানুষদের কথা চিন্তা করে এদিনের এই শিবিরের আয়োজন বলে জানা গেছে। গরীব, দুঃস্থ মানুষদের এখান থেকে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা করা হয় এরই সাথে সেই সমস্ত মানুষদের চশমার ব্যবস্থাও করা হয়। কোতুলপুর জনকল্যাণ স্বেচ্ছাসেবীর সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চক্ষু পরীক্ষা করতে আসা মানুষজন এবং আমজনতাও।
Social