বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে এসে ১২ টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরমধ্যে উল্লেখযোগ্য পানীয় জল। উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি জেলায় ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক শুরু করে দিয়েছে। নদীয়া জেলার কৃষ্ণনগরে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করলেন তিনি। বৈঠকের শুরুতেই তিনি নদীয়া জেলার জন্য আরও নতুন করে প্রকল্পের কথা ঘোষণা করেন।
তিনি বলেন এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প। কল্যাণী এবং হরিণঘাটাতে বিশেষ করে এই প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। নদীয়া জেলার মূল লক্ষ্য প্রতিটি ঘরে ঘরে যাতে পানীয় জল পৌঁছতে পারে। এই প্রকল্প গুলির যাতে অতি দ্রুত কাজ শুরু হয়ে যায় তার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
Social