নিখিল কর্মকার, নদীয়াঃ বুধবার সকাল দশটা নাগাদ, নদিয়ার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ওপর ভান্ডারখোলা এলাকায় সোনাভাটার কাছেএকটি চাল বোঝাই ৪০৭ ম্যাটাডোর, রাস্তার বাঁ দিক থেকে যাওয়া, এক পথচারীকে পিষে দেয়। ওই সাইকেল আরোহীর নাম জাকির শেখ, তিনি কাজের সন্ধানে তার বাড়ি থেকে জাভা যাচ্ছিলেন সাইকেল করেই। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহটিকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যায়।
এরপর, প্রতিবেশী ইন্দ্রজিৎ হালদার, এবং তার এক শ্যালক উপস্থিত হয় কোতোয়ালি থানায়। ওই গাড়িটি আটক করেছে।