দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ২ অঞ্চলের ছাতিনগিরি গ্রামে সংক্রান্তিতে এই জাওয়া করম পুজো যুগ যুগ ধরে পালন করে আসছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
এই দিনটি কুমারী মেয়েরা বিশেষত পালন করে থাকে। তাদের মতে করম হল সক্ষমতা, যৌবন ও সমৃদ্ধির দেবতার পুজো। জাওয়া পরবও আরাধনা করা হয় উর্বরতা দেবীর। আদিবাসী নাচ গানের মধ্য দিয়ে টানা পাঁচ দিন ধরে চলে এই পরব।
Social