সুপ্রিয় পরামানিক, তমলুকঃ করোনা আবহে প্রাথমিক স্কুল বন্ধ প্রায় ১৬ মাস। ঘরে বসে বেতন নিতে খারাপই লাগছিলো তমলুকের আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুপ ভৌমিকের। বাড়ির আশেপাশে যে যখন বিপদে পড়েছেন, সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। এবার কোভিড আক্রান্তদের পাশে থাকতে তার এক মাসের বেতনের ৫০হাজার টাকা কোভিড চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে জমা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্নেন্দু মাজির হাত দিয়ে। সেই সঙ্গে দিলেন ১০টি অক্সিমিটারও।
অরুপ বাবুর দাবি, বিবেকের তাড়নায় এই অতিমারিতে তিনি কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে এই পদক্ষেপ নিয়েছেন। খুশি জেলা শাসক। জেলাশাসকও চাইছেন, এই অতিমারির সময় আরো কেউ এগিয়ে আসেন তাহলে ভালো হয়।
Social