রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ রবিবার ২২ আগস্ট সারা দেশব্যাপী পালিত হবে রাখি বন্ধন উৎসব। প্রতিবছর রাখিবন্ধন উৎসব উপলক্ষে বালুরঘাটেও রাখি বন্ধন উৎসবের প্রায় এক সপ্তাহ আগে থেকে ভাইয়ের মঙ্গলকামনায় রাখি কেনার ধুম পড়ে যায় বালুরঘাট শহরের বোনদের মধ্যে। কিন্তু করোনা সংকটের ছায়া এবার রাখি বন্ধন উৎসবেও। প্রতিবছর রাখি বন্ধন উৎসবের প্রায় এক সপ্তাহ আগে থেকে বালুরঘাট শহরের বিভিন্ন বাজারে আনাচে-কানাচেতে অসংখ্য রাখি বিক্রির দোকান বসে যায়। কিন্তু এবছর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি থাকলেও এবছর সেভাবে রাখির দোকান চোখে পড়ছেনা বালুরঘাট শহরে। তাও যে কটি দোকান এবার বসেছে সেখানেও ক্রেতার দেখা নেই বললেই চলে।
পাশাপাশি এবছর রাখি কেনার আগ্রহ বেশি নেই বোনেদের বলে এক রাখি ব্যবসায়ী আমাদের জানালেন। এই মুহূর্তে সেই রকম বিক্রি না হওয়ায় রাখি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন বলে ওই ব্যবসায়ী জানিয়েছেন। কিন্তু আগামী দু-তিন দিন যে হাতে রয়েছে সেই কয়েক দিনে কেমন বিক্রি-বাট্টা হয় সেই আশাতেই বসে রয়েছেন বালুরঘাটের ব্যবসায়ীরা।
Social