টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এবার খোদ তৃণমূল কংগ্রেসের ভয়ে ঘরছাড়া তৃণমূল কংগ্রেসের যুব নেতা। শেখ সাহেব নামে ওই যুব নেতার বাবা মাকে মারধর করে দোকান ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার বর্ধমান পৌরসভার ৩ নং ওয়ার্ডের রসিকপুর এলাকার ঘটনা। অভিযোগের তির তৃণমূল নেতা আব্দুল রবের অনুগামীদের দিকে।
শেখ সাহেব বলেন, আমি ৩ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। সেই কারনেই স্থানীয় তৃণমূল নেতা আব্দুল রবের রাগ। নির্বাচনের ফল ঘোষণার দিন আমরা আবির খেলি। কিন্তু দেখতে পাই তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী আমার অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। সেই দিন থেকে আমি ভয়ে ঘরছাড়া হয়ে আছি। আজ আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকেদের মারধর করে ঘর দোকান ভাঙচুর করা হয়েছে। তার প্রশ্ন তিনি তো কোনদিন বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন না, তাহলে কি তৃণমূল কংগ্রেস করাই তার অপরাধ?
Social