টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাস্যোসিয়েসনের পক্ষ থেকে বুধবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে বর্ধমান স্টেশন থেকে মিছিল করে বর্ধমানের প্রানকেন্দ্র কার্জনগেট চত্বরে এসে জমায়েত হয়। এদিন তারা কার্জনগেট চত্বরে বিক্ষোভ দেখিয়ে জেলাশাসকের কাছে তাদের ১০ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয়। তাদের দাবি আমাদের সুরক্ষিত ও নিশ্চিতভাবে মাসে ৩০ দিনের কাজ এবং সময়মত টাকা দিতে হবে, আমাদের ৬০ বছর পর্যন্ত কাজের ব্যবস্থা করতে হবে, দূর্ঘটনা হলে ক্ষতিপূরন এবং পরিবারের একজনকে চাকরি প্রদান করতে হবে। এছাড়াও আরও অন্যান্য দাবি নিয়ে তারা ডেপুটেশন দিলেন এদিন। এই দাবি যদি মানা না হয় আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা।
Check Also
চিকিৎসাধীন রোগীকে রক্ত দিতে এগিয়ে এলো মহিলা পুলিশ কর্মী
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বি পজেটিভ রক্তের প্রয়োজন স্বামীর, রক্তের জন্য হন্যে হয়ে পূর্ব বর্ধমান …