Breaking News

একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্টঃ শুভেন্দু অধিকারী

সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ  একটাই পোস্ট বাকি সব লাম্পপোস্ট দুর্গাপুর থেকে তৃণমূলকে তুলধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেউলিয়ার সরকার বলে তৃণমূলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। এদিন তিনি আরও অভিযোগ করেন তৃণমূল দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডকে কাগজে বিক্রি করে দিতে পারে কিন্তু বিজেপির অবস্থান নিতে দেবে না। নন্দীগ্রামে জমি আন্দোলনে হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আন্দোলনে লড়াই করেছি এবার দুর্গাপুর প্রজেক্ট নিমিটেডের জমি বাঁচানোর জন্য দুর্গাপুরের মানুষকে নিয়ে লড়াই করবো।কো-অপারেটিভ ব্যাংক থেকে দু-হাজার কোটি টাকা লোন নিয়েছে এই রাজ্যের দেউলিয়া সরকার বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। রক্ষা করো বিপিএল রক্ষা করো দুর্গাপুর, রক্ষা করবো আগামী প্রজম্মের ভবিষ্যৎ এই বার্তা দিয়ে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেটের সামনে ধর্না মঞ্চ বিজেপির। মঙ্গলবার বিকালে শুভেন্দু অধিকারির উপস্থিত ছিলেন। রাজ্য সরকার দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছেন।

 বিজেপির অভিযোগ রাজ্য সরকার ডিপিলের জমি বিক্রি এবং উচ্ছেদ করে বিপিএল-কে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু  জমি বিক্রি করতে দেওয়া যাবে না উচ্ছেদ করতে দেওয়া যাবে না বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  এদিন তিনি আরও অভিযোগ করেন বিজেপি এবং বিধানসভাকে অন্ধকারে রেখে ডিপিএলকে পুনর্জীবিত করার নামে জমি বিক্রি করতে চাইছে। এদিন উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোরুই, বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিধায়করা।

About Burdwan Today

Check Also

জঙ্গলমহলে বেলুড় মঠের নিয়ম অনুসারে কুমারী পুজোর আয়োজন

টুডে নিউজ সার্ভিস, বাঁকুড়াঃ মহা-অষ্টমীর দিন প্রচলিত রীতি মেনে বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর ভগড়া ত্রয়োদশ গ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *