টুডে নিউজ সার্ভিস, হাওড়াঃ উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবিতে শনিবার দুপুরে আমতা-বাগনান রোডের সোনামুই কালীতলায় অবরোধ করল আমতা-১ ব্লকের সোনামুই কাদম্বিনী বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। জানা গেছে, শনিবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে আমতা-বাগনান রোডের সোনামুই কালীতলায় চলে আসে বিক্ষুব্ধ পড়ুয়ারা। সেখানে রাস্তার উপর বাঁশ ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখান বেশ কিছু ছাত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। পুলিশ অবরোধকারী পড়ুয়াদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়। পুলিশ বিক্ষুব্ধ ছাত্রীদের স্কুলে নিয়ে গিয়ে স্কুলের তালা খুলিয়ে দেয়। জানা গেছে, এবার সোনামুই কাদম্বিনী বালিকা বিদ্যালয় থেকে মোট ৫৮ জন পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে ২২ জন পাশ করেছে বাকি ৩৬ জন অকৃতকার্য হয়েছে। বিক্ষুব্ধ ছাত্রীদের দাবি, অবিলম্বে তাদের পাশ করাতে হবে।
Social