আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু হতে চলেছে বাস পরিষেবা

Burdwan Today
2 Min Read

 তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ফের চালু হতে চলেছে ৫০% যাত্রী নিয়ে বাস পরিষেবা। ৫০% যাত্রী নিয়ে বাস চালু হয়ায় যেমন খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে আমজনতা তেমনি সংশয় দেখাদিয়েছে কান্দি নেতাজি বাস টার্মিনাসের বাস মালিক ও শ্রমিকদের মধ্যে, বাস মালিক ও শ্রমিকনেতাদের দাবি অটো, টোটোর দৌরাত্ম্য বাড়তে থাকায় এবং কান্দি বহরমপুর ১১ নম্বর রাজ্য সড়কের উপর রণগ্রাম সেতু বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের দাবি জানিয়েছেন বাস মালিক ও শ্রমিক নেতারা। কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার বাস মালিক ও শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, সব রকম সহযোগিতা করবেন তিনি প্রশাসনের পক্ষ থেকে।

      করোনা সংক্রমণ কমতে থাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে বিধি-নিষেধ শিথিল করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক বৃহস্পতিবার থেকে ৫০% যাত্রী নিয়ে বাস চালু করা হবে বাস। এ প্রসঙ্গে কান্দি নেতাজি বাস টার্মিনাসের মালিক সিন্ডিকেটের সভাপতি প্রণব কুমার দত্ত ও কান্দি থানা মটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক শের আলী শেখ জানান, বেআইনি অটো ও টোটোর দৌরাত্ম্যে এমনিতেই বাস মালিকরা ও শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হয় তারপরে এত কম সংখ্যক যাত্রী তারা পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে কান্দি বহরমপুর ১১ নম্বর রাজ্য সড়কের উপর অবস্থিত রণগ্রাম সেতুবন্ধ থাকার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাস মালিক ও শ্রমিকরা। কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার এদিন জানান, বাস মালিক বা শ্রমিকরা যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেটা তিনি দেখবেন ও তাদের যথা যোগ্য সাহায্য করবেন তিনি। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের গণপরিবহন হিসেবে বাস চালু হওয়াতে খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে আমজনতা।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *