টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে শুরু হয় প্রবল বৃষ্টি। আর এই বৃষ্টিতেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ত্রিপল বিতরন করে বৃহস্পতিবার বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। এদিন বর্ধমান শহরের ১৩ নম্বর ও ১৪ নম্বর ওয়ার্ডের যেসমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত ছাদ ফুটো হয়ে ঘরে জল পড়েছে সেইসমস্ত এলাকার বাসিন্দাদের ত্রিপল তুলে দেয় বিধায়ক। বিধায়ক খোকন দাস বলেন, আর কোনো নীলপুর এলাকায় আর কোনো দালালি চলবে না, মানুষের সত্যিকারের কাজ হতে হবে। রাজনীতি না করে মানুষের পাশে থাকতে হবে যার প্রয়োজন সে পাবে না আর যার প্রয়োজন নেই সে পাবে এইসব চলতে দেবো না। এদিন ত্রিপল পেয়ে এলাকার বাসিন্দারা ধন্যবাদ জানান তাদের নবনির্বাচিত বিধায়ককে।
Social