Breaking News

অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ ভাদুল ভাসাপুল জলের তলায়

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ অবস্থা। বাঁকুড়া-২ ব্লকের ভাদুল ভাসা পুল জলের তলায়। ফলে দ্বারকেশ্বর নদীর ওপারে থাকা ওন্দা ব্লক এলাকার একটা অংশের মানুষ চরম সমস্যায় পড়েন। ফলে একদিকে জীবনের ঝুঁকি নিয়ে, অন্যদিকে রেল দফতরের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন ঐ এলাকার অসংখ্য মানুষ রেল ব্রীজ দিয়েই বাঁকুড়া শহরে পৌঁছান।

 কারণ, এই রেল ব্রীজ দিয়ে যাতায়াত না করলে ওপারের ওন্দা ব্লক এলাকার অন্তত ৩০টি গ্রামের হাজারের কাছাকাছি মানুষকে ধলডাঙ্গা মোড় দিয়ে প্রায় ১০ কিলোমিটার ঘুরে বাঁকুড়া শহরে আসতে হবে।

প্রায়শই এই রেল ব্রীজে দূর্ঘটনা ঘটে। এখনও তা ঘটতে পারে জেনেও কর্ম এবং অন্ন সংস্থানের জন্য মাত্র কয়েক কিলোমিটার দূরের বাঁকুড়া শহরে এই পথ দিয়েই যাতায়াত করতে হয় ওই এলাকার একটা বড় অংশের মানুষকে। ওই ব্রীজ দিয়ে যাতায়াত করে সাধারণ ছাত্র ছাত্রীরাও।

সমস্যার সমাধানের জন্য ২০১৬ সালে তড়িঘড়ি প্রায় কোটি টাকা খরচ করে দ্বারকেশ্বর নদীর উপর কজওয়ে তৈরী  করা হয়। কিন্তু প্রতি বছর বর্ষায় সেই কজওয়ে দিয়ে কোনও মতেই যাতায়াত করা যায় না। ফলে যাতায়াতের ভরসা বলতে ওই রেল ব্রীজ।

 

About Burdwan Today

Check Also

কাটোয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ড্রোন উড়িয়ে অভিযুক্তকে ধরলো পুলিশ

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *