সৌরভ আদক, কোচবিহারঃ রবিবার ৪ জুলাই কোচবিহার জেলার দেব কলোনীর ১৫২ পানিশালায় মৈনাক হিলস চা ফ্যাক্টরী সংলগ্ন ময়দানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রাজ্যসভার সাংসদ দোলা সেন। এছাড়াও উপস্থিত থাকার কথা তৃণমূলের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, শ্রমমন্ত্রী ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ছাড়াও প্রতিমন্ত্রী কৃষ্ণ কুমার কল্যাণী, বুলচিক বরাইক, প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও অন্যান্যরা।
শ্রমমন্ত্রী বেচারাম মান্না ফেসবুকে পোস্ট করে জানান, “আমার অনুমতি ছাড়া রক্তদান শিবিরে নাম ব্যবহার হয়েছে। আমি অনুরোধ করছি ভবিষ্যতে যে কোনো অনুষ্ঠানের আগে আমার সাথে কথা বলে তবেই নাম ব্যবহার করবেন। তাই এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকবো না।”
Social