গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগে পলাশীগ্ৰামে কঠিন এবং তরল বর্জ্য পদার্থ ফেলবার একটি ঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। এদিন এলাকার মানুষদের হাতে দুটো বালতি দেওয়া হয় কঠিন এবং তরল বর্জ্য পদার্থ ফেলার জন্য। উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, দক্ষিণবঙ্গ এস.বি.এস.টি.এ চেয়ারম্যান সুভাষ মণ্ডল, কাটোয়া ২ ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা, পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নিতাইসুন্দর মুখার্জী সহ প্রমুখ।
পাশাপাশি অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগে একটি পাকা রাস্তার শিলান্যাসও করা হয়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে আর একটি পাকা রাস্তার শিলান্যাসও করা হয় এইদিন। গ্ৰাম পঞ্চায়েত ও জেলা পরিষদের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।
Social