কৃষকদের সহায়তা প্রদান

0
178

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লকের কৃষি দপ্তরের উদ‍্যোগে ধারাবাহিকভাবে কৃষকদের সহায়তা প্রদানের কাজ চলছে‌। ইতিপূর্বেই বিভিন্ন এলাকা কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে উন্নতমানের ধান বীজ।এবার প্রয়োজনীয় যেসমস্ত কীটনাশক লাগবে চাষের কাজের জন‍্য সেইসমস্ত কীটনাশক মঙ্গলবার আতমা প্রকল্পের মাধ্যমে তুলে দেওয়া হলো কৃষকদের হাতে।

পাশাপাশি আগামী দিনেও কৃষকদের চাষের কাজে সহায়তা প্রদান করা হবে বলে জানান সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ও বিডিও। এদিন বর্ধমান-২ ব্লকের কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের সামনে থেকে বড়শুল-২ ও নবস্থা-২ পঞ্চায়েতের মোট ৩০ জন প্রগ্রেসিভ কৃষকদের হাতে এই কীটনাশক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বর্ধমান-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোঙার, সহ-সভাপতি দেবদ্বীপ রায় সহ আতমা প্রকল্পের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here