Breaking News

আন্তরিক উদ্যোগে পূজার হাসি ফুটে উঠলো জঙ্গলমহলে শতাধিক শিশুর মুখে

টুডে নিউজ সার্ভিস, শালবনীঃ শুভ না শুভ নয় “মহালয়া” র পুন্য তিথি, এই বিতর্কে বাঙালি যখন দ্বিধায়, সেই দিনটি সত্যিকারের শুভ আর পুন্যতিথি হয়ে উঠলো জঙ্গলমহল শালবনীর প্রায় দেড়শত শিশু, কিশোর ও কিশোরীদের। বিগত কয়েক বছরে মেদিনীপুর শহরের ” আন্তরিক চ্যারিটেবল ট্রাস্ট” সমাজের পিছিয়ে পড়া এলাকার শিশু ও কিশোর দের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ, নতুন পোষাক বিতরণের মধ্য দিয়ে সমাজের পাশে থাকার বার্তা দিচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার শালবনী ব্লকের চারটি আদিবাসী গ্রাম ভূগলুশোল রাধামোহনপুর জামবনী ও ট্যাংরাশোলের প্রায় দেড়শত শিশু ও কিশোর কিশোরীদের নতুন বস্ত্র বিতরণ করলো মহালয়ার সকালে। রাধামোহনপুরে সমস্ত অতিথিদের আদিবাসী প্রথায় পা ধুয়ে বরন করার পাশাপাশি অলচিকি নাচ, গান ও কবিতা আবৃত্তি করে শিশুরা। রাধামোহনপুরের অনুষ্ঠানে এলাকার শিক্ষক তন্ময় সিংহ এই আয়োজনের জন্য সংস্থাকে ও সংস্থার অন্যতম প্রানপুরুষ ও শিক্ষক কবি কৃষ্ণেন্দু ঘোষ-কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ ও আন্তরিক চ্যারিটেবল ট্রাস্ট এর তরফে কর্নধার সুমিতা সিংহ , অন্যতম ট্রাস্টি দম্পতি কলেজ অধ্যক্ষ প্রশান্ত রায় ও মৈত্রেয়ী রায় এবং শকুন্তলা সান্যাল অধিকারী এই শিশুদের আত্মীয়তায় ও আদিবাসী রীতির সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুগ্ধতা প্রকাশ করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অন্যতম ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহ, বিশিষ্ট শিক্ষক কৌশিক দোলই , লক্ষীনারায়ন হেমব্রম,অমর চৌধুরী,নির্মল মান্ডি, অসীম দোলই,রূপশ্রী হেমব্রম ও অন্যান্য অতিথিরা এবং এলাকাবাসীরা। দুটি জায়গা থেকে সমস্ত উপস্থিত শিশু ও কিশোর কিশোরীদের নতুন বস্ত্রের পাশাপাশি টিফিন দেওয়া হয়।

About Prabir Mondal

Check Also

“পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে”, বর্ধমানে এসে এমনই মন্তব্য করলেন ডাঃ সত্যজিৎ বসু

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে বর্ধমানের এসে এমনই বিস্ফোরক মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *