নিখিল কর্মকার, নদীয়াঃ মুখ্যমন্ত্রী হেরে গেছেন সেটা মেনে নিতে পারছেন না তাই মানুষকে বিভ্রান্ত করতেই আদালতে যাচ্ছেন। নন্দীগ্রাম ইস্যুতে শুক্রবার হাইকোর্টের রায় প্রসঙ্গে এ কথাই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন নদিয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারী লজে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন, তিনি হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায় অথচ মেদিনীপুর তার নিজের মেয়েকে চায়না সেটা প্রমান করে দিয়েছেন। ভোট পরিস্থিতির পর বর্তমান দলের পরিস্থিতি সম্পর্কে রাজ্য সভাপতি জানান আমরা ২৫ থেকে ২৬ গুন শক্তি বাড়িয়েছি। লড়াই শুরু করে অর্ধেক এসেছি লড়াই করে বাকিটুকুও পাব বলেই মন্তব্য করেন। দলবদল সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, আমাদের পার্টি থেকে কেউ যায়নি বাইরে থেকে যারা এসেছিল যারা দলের সুবিধা করতে পারেনি তারাই গেছে।
এদিন মুকুল রায় সম্পর্কে দীলিপবাবু বলেন, ওনাকে নিয়ে আমাদের কোন চিন্তা নেই তবে নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত তার। তথাগত রায় বারংবার দলের বিরুদ্ধে মুখ খুলছে এ সম্পর্কে প্রশ্ন করা হলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, এ বিষয়ে আমার কিছু বলার নেই যে যেভাবে দলের সেবা করছে এ বিষয়ে আমাদের কিছু বলার নেই বলেই এড়িয়ে গেলেন।
Social