নিখিল কর্মকার, নদীয়াঃ আবাস যোজনার কাটমানি টাকা না দেওয়ায় এক যুবককে অস্ত্র দেখিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বয়রা এলাকায়। সূত্রের খবর গতকাল রাতে ফুলিয়ার বয়রা এলাকার যুবক হরিদাস রাজবংশীর বাড়িতে ওই এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা ও কর্মীরা। তারা গিয়ে হরিদাস রাজবংশীকে বলে, আবাস যোজনা ঘর আসার ধরুন কুড়ি হাজার টাকা কাঠ মানি দিতে হবে। কিন্তু ওই টাকা দিতে অস্বীকার করায় অস্ত্র দেখিয়ে তাকে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতীরা। চিৎকার-চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল ছেড়ে চলে যাই দুষ্কৃতীরা। এরপরেই আশঙ্কাজনক অবস্থায় তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
প্রশ্ন উঠছে যেখানে রাজ্য সরকার এবং প্রশাসন বলছে সরকারি কোনো কাজের ক্ষেত্রে কোন কাটমানি নেওয়া চলবে না। মমতা ব্যানার্জি নিজেও নির্দেশ দিয়েছে দলের নেতা কর্মীদের কোন রকম কাটমানি না নেওয়ার জন্য। তারপরেও এই ঘটনা আবারো প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে রাজ্যের শাসক দলকে।
Social