টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ অর্ধদগ্ধ অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার। মৃতদেহটি অল্প বয়সী মেয়ের বলে অনুমান স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাঞ্চননগর বেলকাশ পঞ্চায়েতের মালিপাড়া নাদীর বাঁধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়, ডি এস পি হেডকোয়ার্টার সৌভিক পাত্র ,এস ডি পিও আমিনুল ইসলাম, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গেছে, স্থানীয় বাসিন্দারা সকালে প্রাতঃক্রিয়া করতে গিয়ে বাঁধের ধারে জমির আলে অর্ধদগ্ধ এক মহিলা মৃতদেহ পড়ে দেখে। মৃতদেহটি নগ্ন অবস্থায় থাকার জন্য তাদের অনুমান ধর্ষণ করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা বাইরে থেকে এসে এই জঘন্যতম কাজটি করেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবী। মৃতদেহর পাশ থেকে দেশলাই ও একটি পোড়া প্লাস্টিকের বতল পাওয়া যায়। ঘটনাস্থল সমগ্ৰ তদন্ত শুরু করছে বর্ধমান থানার পুলিশ।যদিও এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায় জানান, তদন্ত চলছে এলাকা খুতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন মৃত ব্যক্তির এখনও পরিচয় পাওয়া যায়নি।
Social