দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ১ জুলাই থেকে বাস চলাচল শুরু হলেও বাঁকুড়া জেলার কিছু কিছু জায়গায় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। বৃহস্পতিবার থেকে সামডোযাট ইন্দাস শাসপুর আকুই বর্ধমান রোডে বাসের দেখা নেই বললেই চলে।
সামডোযাট টু বর্ধমান রোডের বৃহস্পতিবার কোনো বাস চলাচল করেনি। শুক্রবার সকাল ১১ টার পর মাত্র একখানা বাস চোখে পড়লো। বাস যেমন চলাচল করছে না ঠিক তেমনই যাত্রীর ও দেখা মেলেনি। দেখা গেল বাস স্ট্যান্ডও ফাঁকা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে এক টোটো চালক বলেন, সকাল থেকে আমরা টোটো নিয়ে বসে আছি। আমরা বাসের উপর নির্ভর করি। তিনি আরো বলেন টোটো চালিয়ে সংসার চলে। এক বাস মালিক বলেন, তেলের দাম প্রচুর বেড়ে গেছে, কি করে বাস চালাবো! তবে ভাড়া বাড়েনি। খুব অসুবিধার মধ্যে দিন কাটছে আমাদের।
Social