চিত্রঃ সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত |
তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ জঙ্গিপুরের বাবুবাজার এলাকায় এক ১৩ বছরের আয়ুস সাহা নামে নবম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার হল নিজের ঘর থেকে। পরিবার সূত্রের খবর, গতকাল রাতের বেলায় আয়ুস তার নিজের ঘরে পড়ার নাম করে মোবাইলে গেম খেলছিল। সেই সময় তার বাবা দেখতে পেয়ে মোবাইলটি কেড়ে নিয়ে বকাবকি করে। সেই অভিমানে ছেলে তার নিজের মায়েরে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে।
পরবর্তীকালে তার দাদু খাবার জন্য ডাকতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখে। তৎক্ষণাৎ বাড়ির লোকজন জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
Social