Breaking News

পরিবেশ ও সবুজ রক্ষায় বন বিভাগের পক্ষ থেকে চারাগাছ বিতরণ

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ চলছে অরণ্য সপ্তাহ। ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে এই অরণ্য সপ্তাহ। এই উপলক্ষে পূর্ব বর্ধমানের বন বিভাগের পক্ষ থেকে চারাগাছ বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। পরিবেশ ও সবুজ রক্ষায় সাধারণ মানুষকে আরও সচেতন করতে প্রত্যেক বছর এই উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। দূষণের মারণ রোগে আক্রান্ত আমাদের বিশ্ব প্রকৃতি। দূষণ রোধের অন্যতম ওষুধ হচ্ছে বৃক্ষরোপণ।  দিন দিন বন ধ্বংসের ফলে পরিবেশের ভারসাম্য আজ দারুণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের সকলের বেশি করে গাছ লাগানোর প্রয়োজন। 

বন দপ্তর সূত্রে খবর, প্রত্যেক বছরের মতো এ বছরও আমরা বর্ধমান বনদপ্তরের পক্ষ থেকে এক এক জনকে পাঁচটি করে চারা গাছ সম্পূর্ণ বিনামূল্যে তাদের হাতে তুলে দিচ্ছে। পাশাপাশি কোনো সংস্থা চাইলে তাদেরকে প্রায় ১০০ টিরও বেশি চারা গাছ দেওয়া হবে। সকল গাছ প্রেমীদের কাছে আমাদের একটাই আবেদন গত আমফান ঝড়ে প্রচুর সবুজ ধ্বংস হয়েছে তাই বর্ধমান শহরকে পুনরায় সবুজে ভরে তুলতে হবে। করোনা পরিস্থিতির জন্য এবছর চারা নিতে আসা গাছ প্রেমীদের উৎসাহ চোখে পড়ছে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *