টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান উন্নয়ন সংস্থার নির্মিত – বাবুরবাগ নার্স কোয়ার্টার মোড় (দক্ষিণ প্রান্ত) প্রতীক্ষালয়ের উদ্বোধন হলো শুক্রবার বিকেলে। এই প্রতীক্ষালয়ের নামকরণ করা হয়ে “স্নেহচ্ছায়া”। এদিন উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার নির্বাহী সান্তনু বসু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন ফিতে কেটে প্রতীক্ষালয় উদ্বোধন করলেন ডঃ রবিরঞ্জন চট্টোপাধ্যায় । এলাকার মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেয়।
রবিরঞ্জন চট্টোপাধ্যায় তার বক্তব্যে বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের আবেদনে এই প্রতীক্ষালয় নির্মান করা হল, তিনি আরও বলেন এই এলাকার ছোট ছোট শিশুরা স্কুল বাসে চাপার জন্য এখানে দাঁড়াতে পারবে, এই বাস যাত্রী প্রতীক্ষালয় দাঁড়িয়ে রোদ বৃষ্টি থেকে অনেকেই রক্ষা পাবেন বলে জানান তিনি।
Social