টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ার বর্ধমান স্টেশনের মালগুদামের ঘরে। ঘন্টার পর ঘন্টা মালগুদামে দেহ পরে থাকে। তাও রেল পুলিশের চোখে পরেনি।এখানকার স্থানীয় মানুষজন দেখে যাচ্ছে তবুও রেল পুলিশের চোখে পরেনি। এই কি মানবিকতার পরিচয়!
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রোজই দেখা যেত এখানে এই ব্যক্তি এখানেই মাল বইতো। তবে স্থানীয় বাসিন্দারা তার পরিচয় বলতে পারছেনা।অবশেষে খবর দেওয়া হয়, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীকে। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ।
Social