হায়দার আলি, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার বড়জোড়ার চাঁদাই গ্রামে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। জানা যায়, শিশুর নাম সামিম সেখ, পিতা মৃত নৈওসাদ সেখ, বয়স ১০বছর ৭ মাস। স্থানীয় সূত্রে জানা যায় দূর্গাপুর – বিষ্ণুপুর ভায়া পখন্না গামী এক বাসে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসা হয়। কিন্তু নিয়ে আসার কিছুক্ষনিকের মধ্যেই মৃত্যু হয় শিশুটির ।
ঘটনাস্থলে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Social