তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলার কান্দি টাউন ভিতর থেকে কান্দি বাসস্ট্যান্ডে একটি বাইক দূরন্ত গতিতে যাচ্ছিল। কান্দি বাসস্ট্যান্ডে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সন্দেহ হওয়ায় কান্দি থানার খড়সা এলাকায় একটি বাইক ও দুই জনকে গ্রেফতার করে। ধৃত দের কাছ থেকে ৩১টি সোনার আংটি উদ্ধার করা হয়েছে। নদীয়া ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে দোকানে জিনিস কেনার নাম করে সোনার আংটি চুরি করত বলে তদন্ত করে জানতে পেরেছে পুলিশ। কান্দি থানার পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম বাগার জাফরী মহারাষ্ট্রের সাহাপুরের বিবেকানন্দ নগর জেরসি রোডের বাসিন্দা। অপরজন এস হায়দার সালিম অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম জেলার কাদরি গ্রামের বাসিন্দা। শনিবার ধৃতদের দুইজনকে কান্দি আদালতে পাঠানো হবে এবং পুলিশ হেফাজতে নেওয়া জন্য আবেদন জানানো হবে।
Check Also
আম্বেদকর ইস্যুতে বর্ধমানে তৃণমূলের প্রতিবাদ মিছিল
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করেছে শাসকদল তৃণমূল। সংসদের …
Social