বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ মায়াপুর ইসকন মন্দিরের উদ্যোগে উৎকল বঙ্গ রথযাত্রা বাংলা পরিক্রমায় বেরিয়েছে। মূলত এই রথযাত্রা শুভসূচনা হয় জন্মাষ্টমীর দিন, সম্পূর্ণ পায়ে হেঁটে এবং গরুর গাড়িতে শ্রী প্রভুপাদের প্রস্তুর মূর্তি চাপিয়ে সমগ্র বাংলা পরিক্রমায় বেরিয়েছেন এই ইসকন মন্দিরের রথ। বর্তমানে নদীয়ার শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে সোজা করিমপুরের দিকে রওনা হয়েছে।
এই রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরের কৃষ্ণভক্ত পরিব্রাজকরা রথের সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ পায়ে হেঁটে বাংলা পরিক্রমা করছেন। মূলত সনাতন ধর্মের ও শান্তির বাণী প্রচারের জন্যই এই রথযাত্রা বলে জানান ইসকন মন্দিরের কর্মকর্তারা। এই রথ যাত্রার অন্যতম আকর্ষণ বলিষ্ঠ সুদৃশ্য সিং যুক্ত চারটি গাভী। কৃষ্ণভক্ত মানুষ এরকম সুন্দর সুদৃশ্য গরুর সাথে এরকম রথ দেখে ভীষণ আনন্দিত ও উৎসাহিত বোধ করেছেন। তবে শহরের অন্যতম ব্যস্ত দিনে এই রথযাত্রার কারণে কিছুটা যানজট শহরগুলিতে হয়েছে ।
Social