প্রবীর মণ্ডল, শক্তিগড়ঃ মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো শক্তিগড় থানার পুলিশ। গত রবিবার মেমারির আমোদপুর এর নিজের বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যায় বছর একুশের মনোজিৎ সূত্রধর। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তার খোঁজ না পেয়ে অবশেষে মেমারি থানার দ্বারস্থ হন। রবিবার রাতে পূর্ব বর্ধমানের ২ নম্বর ব্লকের গাংপুর সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখে ওই ভারসাম্যহীন যুবককে। পুলিশকে খবর দেয় স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে ছেলেকে শক্তিগড় থানার রাখা হয় পরে মেমারি থানার পুলিশকে খবর দিলে পরিবারের লোকজন এসে ছেলেকে নিয়ে যায়। পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয় এই যুবককে পরিবারের পক্ষ থেকে শক্তিগড় ও মেমারী থানার পুলিশের সাধুবাদ জানানো হয়েছে।
মা কল্পনা সূত্রধর জানান, আমার ছেলে ভারসাম্য হীন চিকিৎসা চলছে, গত রবিবার বাড়িতে মুড়ি খাওয়ার পর বেরিয়ে আসে তারপর থেকে খুঁজে পাওয়া যায়নি অবশেষে থানায় যাওয়ার পর সোমবার সকালে শক্তিগড় থানা থেকে ফোন যায় যে ছেলেকে পাওয়া গেছে তারপর শক্তিগড় থানায় এসে ছেলেকে পাই। ছেলেকে ফিরে পেয়ে খুব খুশি শক্তিগড় ও মেমারি থানাকে অনেক ধন্যবাদ।
Social