সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ পুরনো জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটলো জামুড়িয়ায়। শুক্রবার রাতে জামুরিয়া গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। উখরার শংকরপুরের বাসিন্দা শেখ গফুর নেমন্তন্ন বাড়িতে এসে আক্রান্ত হন। তার তলপেটে ছুরি চালিয়ে দেওয়া হয়। মারাত্মক জখম অবস্থায় গফুরকে প্রথমে জামুরিয়ার আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় আসানসোল জেলা হাসপাতালে। সে এখন চিকিৎসাধিন হাসপাতালে।
অভিযোগ জামুরিয়া গ্রামের বাসিন্দা আজিজুল হক ও তার ছেলে শওকত আলী খান গফুরকে হামলা করেছে। শুধু তাই না পরিবারের মহিলারাও লাঠি বটি নিয়ে হামলা চালিয়েছিল। এরপরে আক্রান্ত গফুরের আত্মীয়রা পাল্টা হামলা চালায় আজিজুল ও সৌকতের বাড়িতে। ভাঙচুর করা হয় বাড়ির দরজা জানালা। ছুরি চালানোর অভিযোগে শওকত আলী খানকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে গফুর আজিজুল হকের পরিবারের মধ্যে বিবাদ ছিল। এদিন দু’পক্ষর দেখা হতেই হামলা চালায় একে অপরের বিরুদ্ধে। অন্যদিকে বৃদ্ধ আজিজুল ও তার পরিবারের মহিলারাও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Social