রমা চ্যাটার্জি, বালুরঘাটঃ ফের বড় সাফল্য বালুরঘাট থানার পুলিশের।গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার কলকলা খারী এলাকা থেকে অভিযান চালিয়ে ৮০০ টি ইয়াবা ট্যাবলেট সহ ৩টি মোটর বাইক ও তিনটি মোবাইল উদ্ধার করলো বালুরঘাট থানার পুলিশ। যার আন্তর্জাতিক বাজার মূল্য কোটি টাকার কাছাকাছি। এদিন একটি সংবাদিক সম্মেলন করে এমমটাই জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে।
Social