সন্তোষ মোদক, উত্তর দিনাজপুরঃ দলবিরোধী কাজ করার জন্য জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে সরানো হল জাভিদ মহম্মদ নেইম এহসানকে। নতুন প্রধান হলেন মহম্মদ নাজিস এহসান। মহম্মদ নাজিস এহসান তিনি এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। জাভিদ মহম্মদ নেইম এহসানের বিরুদ্ধে দলবিরোধী কাজ করার অভিযোগ উঠেছিল। তিনি ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় তার দাদা কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন গোয়ালপোখর বিধানসভা থেকে। সেই সময় তৃণমূল কংগ্রেসে থেকে কংগ্রেসে হয়ে প্রচার করেন তিনি। তার কারনেই তাকে প্রধান থেকে সরিয়ে দেওয়া হয় এবং নতুন প্রধান করা হয় মহম্মদ নাজিস এহসানকে। জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১০ জন। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতে ৬ টা তৃণমূল, ২ টা কংগ্রেস ১ টা সিপিএম ও ১ টা নির্দল আসন পায়। কংগ্রেস সিপিএম ও নির্দল সবাই তৃণমূলে যোগদান করার পরে ১০ জন সদস্যকে নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রধান করা হয় জাভিদ মহম্মদ নেইম এহসানকে। দলবিরোধী কাজ করার করার জন্য তাকে প্রধানের পদ থেকে সরিয়ে গোয়ালপোখর ১ ব্লকের বিডিওর উপস্থিতে মহম্মদ নাজিস এহসানকে মঙ্গলবার প্রধান করা হয়। প্রধানের দায়িত্ব পাওয়ার পরেই তাকে মালা পরিয়ে বরণ করে নেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং তাকে নিয়ে একটি বিজয় মিছিল বের করা হয় লধন এলাকায়।