তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মাস দুয়েক আগেই কান্দির এসডিও অফিসে ভরতপুর-২ তথা সালারের বিডিওর উপস্থিতিতে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন সালারের ৭ অঞ্চল প্রধান। এখানেই না থেমে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও লিখিত অভিযোগ করেছিলেন হুমায়ুনের বিরুদ্ধে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল বর্তমান বিধায়ক হুমায়ুন কবির সমস্ত প্রধানদের পঞ্চায়েতের কাজ করতে দিতে বাধা দিচ্ছেন।
এরপর শুক্রবার ১ অক্টোবর সালারে তৃণমূল পাটি অফিসে ৭ প্রধান সাংবাদিক বৈঠক করেন। উল্টো সুরে এদিন গণমাধ্যমের সামনে তাদের সেদিনের বক্তব্যর জন্য ভুল স্বীকার করেন।