টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আসছে শারদীয়ার দুর্গোৎসব সেই উৎসবে চলছে বর্ধমানে বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় পুজোর বাজার করতে। এদিন রবিবার সন্ধ্যায় ভিড়ের মাঝেই হাতসাফাই করে পালানোর সময় হাতে নাতে ধরা পরলো বর্ধমানের টাউনহল এলাকার এক শপিংমলের সামনে এক যুবক।
এদিন সন্ধ্যায় বর্ধমানের বাসিন্দা শম্পা দাস জানান শপিংমলে আমি শপিং করতে যাওয়ার সময় সিড়িতে ওঠার সময় আমাকে ধাক্কা মারে। তখন আমি কোনো খেয়াল করিনি উপরে উঠে আমি মেয়ের জামাকাপড় দেখছিলাম সেই সময় এক মহিলা আমাকে বলে দেখুনতো আপনার ব্যাগ সেইসময় ব্যাগ তিনি লক্ষ্য করেন ব্যাগের চেন খোলা তিনি বলেন কিছু নিতে পারেনি যদিও উপরে আর একটা ব্যাগের চেন ছিল ওটা যদি খুলতো আমার সর্বনাশ হয়ে যেত। এদিন বর্ধমান থানার পুলিশ এসে ওই যুবকে আটক করে।