টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট স্থাপনের মাধ্যমেই বর্ধমানে শারদ উৎসবের সূচনা হল বৃহস্পতিবার৷ ঘট-স্থাপনের পর থেকে নবমী পর্যন্ত পুজো চলবে। তবে পুজো হলেও গতবারের মতো এবার মন্দিরে ভিড় করা যাবে না। রীতি মেনে এদিন সকালে সর্বমঙ্গলা মন্দির থেকে শোভাযাত্রা সহ ঘোড়ার গাড়িতে করে বর্ধমান শহরের কৃষ্ণসায়রে মায়ের ঘট নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জল নিয়ে আবার রথে চাপিয়ে শোভাযাত্রা সহকারে মায়ের ঘট আনা হয় মন্দিরে।
মহালয়ার পরের দিন প্রতিপদে দেবী সর্বমঙ্গলার জন্য ঘট আনার নিয়ম। ঘট আনার জন্য শোভাযাত্রা করা হলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অজ্ঞানন্দজী মহারাজ। মন্দিরের ট্রাস্টি বোর্ডের তত্তাবধানে চলবে এই দূর্গাপূজো। এদিন সকালে কৃষ্ণসায়রে ঘট উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। পরে অনুষ্ঠানে যোগদেন বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা।