বলরাম সাহা, খন্ডঘোষঃ ভট্টাচার্য বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে দক্ষিণ দামোদরের মানুষদের মধ্যে আলাদা এক আনন্দ উদ্বেগ থাকে। প্রত্যেক বছর লক্ষী-পুজোয় দেবী আরাধনার পাশাপাশি কলকাতা এবং মুম্বাইয়ের নামীদামী শিল্পীদের এনে স্টেজ পারফর্মেন্স এর আয়োজন করা হয়। কিন্তু, বর্তমানে করোনা পরিস্থিতির কারনে আনন্দ উচ্ছ্বাসে যেন ভাটা পড়ে গিয়েছে। গত বছর এবং এবছর করোনা পরিস্থিতির জন্য বন্ধ রাখতে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে না আলোকসজ্জা কিংবা বস্ত্র বিতরনের আয়োজন। শুধুমাত্র অন্নকূটের আয়োজন করা হয়েছে। সাধারন মানুষদের লক্ষ্মীপুজোর এই কটাদিন আনন্দ দিতে না পারার কারনে দুঃখ প্রকাশ করেন ভট্টাচার্য বাড়ির ছোট ছেলে সুব্রত ভট্টাচার্য।
তবে প্রতি বছরের ন্যায় এ বছরও কুমারটুলি থেকে প্রতিমা আসছে ভট্টাচার্য বাড়িতে। বসেছে মেলা। ইতিমধ্যেই দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে মেলা প্রাঙ্গণে। যদিও ভট্টাচার্য্য বাড়ির সঙ্গে এই মেলার কোনো সম্পর্ক নেই বলেই জানালেন ভট্টাচার্য বাড়ির ছোট ছেলে সুব্রত ভট্টাচার্য।
Social