বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়ায় ভোট-পরবর্তী হিংসায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার চাপড়া থানার অন্তর্গত হৃদয়পুর গ্রামের বিজেপি কর্মী ধর্ম মণ্ডল খুনের ঘটনায় আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সিবিআই আধিকারিকরা। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার বাদকুল্লা থেকে অপু মণ্ডল নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই। এদিন তাকে কৃষ্ণনগর জেলা দায়ার আদালতে তোলা হয় এবং সিবিআই আদালতের কাছে পাঁচদিনের হেফাজত চাইলে বিচারক চারদিন সিবিআই হেফাজত মঞ্জুর করে। ভোট পরবর্তী হিংসায় আরও এক তৃণমূল কর্মী সিবিআই এর হাতে গ্রেফতার অনেক টাই ক্ষতির সম্মুখীন তৃণমূল। চলতি মাসে উপ-নির্বাচন রয়েছে নদীয়ায়। এই গ্রেফতার অনেকটাই প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
Check Also
অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন নিয়ে বেসরকারী ব্যাঙ্কে উত্তেজনা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরে একটি বেসরকারি ব্যাঙ্কে অমরনাথ যাবার জন্য রেজিস্ট্রেশন করার নোটিফিকেশন …