বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ অহংকার পতনের মূল, শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সঙ্গে যে অহংকার নিয়ে যে ভাষায় কথা বলছেন আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এদিন নদীয়ার শান্তিপুরের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী সমর্থনে প্রচারে এসে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ৩০ অক্টোবর শান্তিপুরে উপনির্বাচন। ইতিমধ্যেই প্রতিটি দল তাদের প্রার্থীর সমর্থনে প্রচার করছেন। দলের শীর্ষস্থানীয় নেতারা শান্তিপুর প্রচার সাড়ছেন। এদিন বিজেপির একটি জনসভা উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। প্রায় একই সময়ে শান্তিপুরে উপস্থিত ছিলেন তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী যে অহংকার নিয়ে কথা বলছেন অতি শীঘ্র বিজেপি রাজ্য থেকে পরিষ্কার হয়ে যাবে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সব দল নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারে। তাই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। শান্তিপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জয়ী হবে বলে তিনি আশাবাদী।
Social