দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ইন্দাসের সোমসারের দামোদর নদীতে জানা যায়, এদিন দামোদর নদীর চরে একটি মৃতদেহ ভাসতে দেখেন এলাকার মাছ ধরতে আসা কিছু মানুষ। এরপর স্থানীয়রা ইন্দাস থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ, সমগ্র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।