টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের জাগরনী সংঘের উদ্যোগে ৫২তম বর্ষ শ্যামা পূজার খুঁটি পুজো করা হল রবিবার। এদিন ক্লাবের সম্পাদক রাসবিহারী হালদার জানান, এবারের থিম শ্যামা এলো বঙ্গে। মন্ডপটি প্লাই, বাঁশ সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে প্যান্ডেল করা হচ্ছে এবং এবারের বিশেষ আকর্ষণ থাকছে পঞ্চ কালী। তিনি আরও জানান, জাগরণী সংঘ প্রত্যেকবারই একটি নতুন চমক দেয় এবারও সেটাই দেওয়া হচ্ছে। জাগরনী সংঘ প্রত্যেকবারই একটি করে পুরস্কার পায় এবারও পুরস্কার পাবে বলে আশাবাদী ক্লাবের সম্পাদক রাসবিহারী হালদার।
Check Also
প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …