তানিয়া মিত্র, হাওড়াঃ হাওড়ার বেলুড় মুখার্জি পাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১২ বছর ধরে স্ত্রী-কন্যাকে নিয়ে বেলুড় মুখার্জি পাড়ায় বহুতলে বসবাস করতেন অসীম ঘোষ। তবে ২০১৮ সালে অসীম ঘোষের স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তার পরবর্তী সময় তার কন্যার বিবাহ হয়। তারপর থেকেই সেই বহুতলে একাই বসবাস করতেন অসীম ঘোষ। বুধবার সকালে ওই বহুতলের বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে।
স্থানীয়রা ওই ব্যক্তির মেয়েকে এবং থানায় খবর দেয় অবশেষে ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলুড় থানার পুলিশ। পুলিশের তৎপরতায় অসীম ঘোষের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তবে কি কারণে এ ঘটনাটি ঘটলো তা এখনও জানা যায়নি। তবে এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ।
Social