টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের তেজগঞ্জ এলাকায় রাজ আমলের বিদ্যাসুন্দর কালী বাড়ি নিয়ে রয়েছে নানান কাহিনী। রাজ আমলের এই মন্দিরে নরবলি প্রথার প্রচলন ছিল বলে জানা গিয়েছে।
পাশপাশি, রাজ পরিবারের মেয়ে বিদ্যার সঙ্গে মন্দিরের পূজারী সুন্দরের অসম প্রেম মেনে নিতে পারেনি রাজ পরিবার। তাই পূজারীকে বলি দেওয়ার নির্দেশ দেন রাজা কিন্তু, কালীর আশীর্বাদে নরবলি আটকে যায়। তারপর থেকেই নরবলি বন্ধ করে দেওয়া হয়।
মন্দিরের দায়িত্বে থাকা আভা রানী বটব্যাল বলেন, এই ঘটনার পর থেকেই মন্দিরের নাম হয় বিদ্যাসুন্দর কালিবাড়ি। প্রতি বছর এখানে পুজো হয়। নরবলি বন্ধ হয়ে যাওয়ার পর মোষ বলি চালু হয়। পরে সেটাও বন্ধ হয়ে গিয়ে এখন ছাগ বলি দেওয়া হয় পুজোয়। বর্ধমানের রাজা তেজচাঁদ এর আমল থেকে শুরু হয়ে এখনও চলছে এই পুজো।