দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ওপর অস্থায়ী ব্রীজের উদ্বোধন করা হল বৃহস্পতিবার । উদ্বোধন করেন বাঁকুড়া পৌরসভার প্রশাসক অলকা সেন মজুমদার। তাঁর সাথে বাঁকুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান গৌতম দাসও উপস্থিত ছিলেন।
এই বিষয়ে অলকা সেন মজুমদার বলেন যে, আজ এই ব্রীজের উদ্বোধন করা হচ্ছে। এই ব্রীজটি তৈরী হয়ে গেলে মানুষের সুবিধা হবে। তিনি বলেন যে মহালয়ার দিনেই এই ব্রীজের উদ্বোধন হওযার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটি সম্ভব হয়ে ওঠে নি। তিনি আরও জানান যে এই ব্রীজটির কাজ সম্পূর্ণ না হওয়ায় নির্মাণ কোম্পানির বিল মেটানো যায়নি। এই নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন কিন্তু কাজ শেষ না হলে বিল মেটানো সম্ভব হয় না। অন্যদিকে স্থায়ী ব্রীজ নির্মাণ নিয়ে তিনি বলেন যে এই বিষয়ে বাঁকুড়া জেলা শাসকই যা বলার বলবেন। এই বিষয়ে যখন আমরা স্থানীয়দের সাথে কথা বলি, এই অস্থায়ী ব্রীজের নির্মাণে ফলে তাঁর আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন যে এই ব্রীজের উদ্বোধনের ফলে তাদের অনেকটা পথ কম পাড়ি দিতে হবে। তিনি বলেন যে এই ব্রীজটি না থাকার ফলে ৬০ নাম্বার জাতীয় সড়কের ওপর অবস্থিত ব্রীজটির উপর দিয়ে যেতে হতো।
যদিও এই অস্থায়ী ব্রীজ নিয়ে বিজেপির রাঢ়বঙ্গের কনভেনার পার্থসারথী কুণ্ডু এই ফি বছর অস্থায়ী ব্রীজ নির্মাণকে ভাঁওতা আখ্যা দেন। তিনি বলেন যে এর ফলে মানুষের কোনো সুরাহা হবে না। তিনি দাবি করেন যে ফি বছর অস্থায়ী ব্রীজ তৈরি করার পিছনে তৃণমূল নেতাদের কাটমানি খাওয়াই উদ্দেশ্য ।
Social